গায়ে হলুদ সম্পন্ন
আজ মডেল অভিনেত্রী মিমের বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৩ এএম, ৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

আজ মঙ্গলবার নিজ ধর্মরীতি মেনে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। এর আগে সোমবার মিমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। বেশ আয়োজন করেই বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা। অনেকটাই আড়াল করে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠানে একাধিক শিল্পী, মডেল, পরিচালক উপস্থিত থাকবেন।
গায়ে হলুদের অনুষ্ঠানেও কাছের কিছু মানুষ ও শোবিজের কিছু লোকজন উপস্থিত ছিলেন। গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেইসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।
হবু বরের নাম সনি পোদ্দার; কুমিল্লার ছেলে। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।