শাবনূর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে, চাইলেন দোয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বুধবার (২৯ ডিসেম্বর) হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় অভিনেত্রী লেখেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, করোনাভাইরাসকে হেলাফেলা হিসেবে নেবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন ও পারতপক্ষে ঘরে থাকার চেষ্টা করুন।
তিনি সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করে লেখেন, আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে শিগগিরই ফিরে আসতে পারি। ছেলেকে নিয়ে কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ায় সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছে এ চিত্রনায়িকা। তার পরিবারের প্রায় সবাই সিডনিতেই থাকেন। মাঝে মাঝে এ অভিনেত্রী দেশে ফিরলে তাকে দু’একটি বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে কাজ করতে দেখা যায়। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনী রাতে (১৯৯৩) চলচ্চিত্র দিয়ে। সালমান শাহের সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন।