avertisements 2

যশের ডাকে বাড়ি ছেড়ে পালালেন নুসরাত!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি : সংগৃহীত

বছরশেষে বিস্ফোরণ ঘটালেন এ দম্পতি। বিচ্ছেদ নয়, প্রেমে আছেন তারা। বুঝিয়ে দিয়েছেন সবাইকে। জানিয়েছেন, কে প্রথম কাছে এসেছেন? কীভাবে ভালোবেসেছেন, তাদের এই আত্মবিশ্লেষণে রীতিমতো চমকে গেছেন ভক্তরা। এ বারেও প্রশ্নকর্তার ভূমিকায় নুসরাত। মুখের ওপরে সোজাসাপ্টা জবাব দিয়েছেন যশ। জানিয়েছেন, তিনি আর নুসরত নাকি পালিয়ে গিয়েছিলেন! সত্যি? নুসরাত হাসতে হাসতে তাকালেন যশের দিকে। তার দাবি, ‘তুমিই তো বললে, চলো পালাই!’

যশ আরও বলেন, যার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না নিজের বউয়ের জন্য, সে তো অন্য কোথাও যাবেই! কথার সূত্রে দার্শনিকও হয়ে পড়েছেন তিনি। জানিয়েছেন, সম্পর্কের বিষয়ে আরও কথা। দু’টি মানুষের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখনই সমস্যা তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাল ধরেছেন নুসরাত।

যশের কাছে আদুরে আবদার, ‘আমাদের ব্যাপারে কিছু ভালো ভালো কথাও বল, সারাক্ষণ শুধু খারাপ...!’ অভিনেতা সঙ্গে সঙ্গে সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন সারাক্ষণ কটাক্ষ করার ক্ষোভ। জবাব তার, ‘আমাদের ব্যাপারে লোকেরা ভালো বলে না, আমি কী করে ভালো বলব।’

‘সঙ্গী’কে শান্ত করতেই কী নুসরাত সামান্য লাগামছাড়া? হালছাড়া গলায় স্বীকার করে নিয়েছেন, ‘‘আমি তোমায় ভালোবেসেছি। এটা আমার সিদ্ধান্ত। বাকিটা তো ইতিহাস।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2