avertisements 2

ক্ষমতা থাকলে পুরুষ একাধিক বিয়ে করতে পারে: সুবাহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

  ছবি: সংগৃহীত

গত ১ ডিসেম্বর মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। তাদের বিয়ের কথা প্রকাশ্যে এলে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করার অভিযোগ করেন গায়কের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মুখ খুলেছেন সুবাহ শাহ হুমায়রা। তিনি বলেছেন, একজন পুরুষের যদি ক্ষমতা থাকে তাহলে সে একাধিক বিয়ে করতে পারে।

আজ রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকসহ ৪০ জনকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।

সুবাহ লিখেছেন, ‘ইলিয়াসের ডিভোর্স লেটার দেখেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। কারিন ও তার মা সুকন্যা দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে, আমরা দুজন বিয়ে করবো। এটা ২ মাস আগের ঘটনা। এখন তারা অস্বীকার করছেন, কিছুই জানেন না! মানুষকে উল্টা পাল্টা মিথ্যা বলছেন। আমার কাছে প্রমাণ আছে যে, তাদের ইনফর্ম করেছিলাম আগেই। আর যদি কোন পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে।’

তিনি বলেন, ‘এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি জানি, ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিলো। কারণ হলো, ওই বিয়ের কোনো লিগ্যাল কাবিননামা নেই।’

সুবাহ আরও লেখেন, ‘ওই মেয়ে (কারিন) থাকে বিদেশে। তিন বছর ধরে বাংলাদেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি? সে মেন্টালি পেরা দিতো ইলিয়াসকে। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে যে, ওরা ম্যারিড লাইফে কখনও হ্যাপি ছিল না। আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দুজনের ভালো লাগা থেকেই বিয়ের ডিসিশন নিয়ে আমরা ফ্যামিলিগত ভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি।। আমরা তো পাপ কিছু করিনি।’

এদিকে গায়ক ইলিয়াসকে ফাঁদে ফেলে মডেল সুবাহ বিয়ে করেছেন বলে দ্বিতীয় স্ত্রীর কাছে জানিয়েছেন ইলিয়াস। তার দ্বিতীয় সুইডেনের স্টকহোমে বসবাস করেন। রোববার সেখান থেকে সমকালকে বিষয়টি জানিয়েছেন কারিন নাজ।
কারিনের অভিযোগ, ইলিয়াসের সঙ্গে তার এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি। আর তৃতীয় বিয়ের বিষয়ে তার সঙ্গে কোনো আলাপও হয়নি। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2