মুসলিম হয়েও কোন মুসলিম ছেলেকে বিয়ে করবেন না: উরফি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:১৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘বিগ বস ওটিটি’-খ্যাত উরফি জাভেদ প্রায়ই তার ফ্যাশন সেন্সের জন্য শিরোনামে থাকেন। ভক্তরা তার পোশাক পরার ধরণ পছন্দ করেন, অনেক সময় আবার এই পোশাকের কারণে কটাক্ষের শিকার হন। তবে এখন তিনি আলোচনায় অন্য কারণে। সম্প্রতি ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে উরফি জানান, নিজে মুসলিম হলেও কোনো মুসলিম ছেলেকে তিনি বিয়ে করবেন না।
উরফির ভাষায়, ‘আমি একজন মুসলিম মেয়ে। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানুষ আমাকে নিয়ে নোংরা মন্তব্য করে, তাদের বেশির ভাগই মুসলিম। তারা মনে করে, আমি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছি। তারা আমাকে ঘৃণা করে। কারণ, মুসলিম পুরুষরা চায় নারীরা একটি নির্দিষ্ট ভাবে আচরণ করবে।’
তিনি আরও বলেন, ‘আসলে এসব মানুষ মুসলিম সম্প্রদায়ের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই কারণেই আমি ইসলামে বিশ্বাস করি না। আমাকে ট্রোল করার সবচেয়ে বড় কারণ হল, ধর্ম অনুযায়ী তারা আমার কাছে যেরকম আচরণ আশা করে, আমি সেরকম আচরণ করি না।’
সঙ্গে উরফি এটাও নিশ্চিত করেন যে, তিনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, তাই সেই সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করবেন না! বরং, মন থেকে যাকে ভালোবাসবেন, সে যেই সম্প্রদায়ের হোক না কেন, তাকেই বিয়ে করবেন।
বলিউডের আরেক বিতর্কিত মডেল পুনম পাণ্ডের রাস্তায় হেঁটে ‘বিগ বস’ তারকা উরফি প্রায়ই রাস্তায় বের হন ব্রা-ছাড়া পোশাকে। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয় না! প্রচুর কটাক্ষের শিকার হন তিনি। তবে সে সব পাত্তা দিতে নারাজ উরফি। তিনি চলতে ইচ্ছুক নিজের মর্জিতেই।