avertisements 2

কাজল কন্যা নাইসা মাকে টেক্কা দিতে প্রস্তুত!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরা ঘটা করে প্রতিবছর বড়দিন পালন করেন। কেক কাটা, ঘুরতে যাওয়া, পিকনিক ইত্যাদিতে দিন কাটে সবার। বড়দিন এমন একটি উৎসবের দিন, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠে। যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবেই মূলত খ্রিষ্টানরা দিনটি পালন করেন। এটি তাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব। তবে শুধু খ্রিষ্টান ধর্মের মানুষেরা নয় হিন্দু, মুসলিম সবাই এ দিন খুশিতে মেতে ওঠেন আর এ কথাই প্রমাণ করেন যে সৃষ্টিকর্তা জাতি ধর্ম দিয়ে হয় না, তিনি সবার মধ্যে সমানভাবে বিরাজ করেন।

এবারের বড়দিনের উৎসব শুরুর কয়েক ঘণ্টা আগেই বলিউডের জনপ্রিয় স্টার কিডদের ছবি আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় স্টার কিড নাইসা দেবগণের ছবি। অজয় এবং কাজলের প্রথম সন্তান নাইসা। ছোট থেকেই বাবা-মার জনপ্রিয়তার কারণে পাপারাজ্জিদের ক্যামেরার লাইমলাইটে থাকেন তিনি। শাহরুখকন্যা সুহানার চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় নন তিনি।


ছবিতে দেখা যাচ্ছে, নাইসা একটি লাল রঙের বডিকোন ড্রেসে নিজেকে একটি সাজিয়ে তুলেছে। প্রী-ক্রিসমাস পার্টিতেই তাকে সবার মধ্যমণি হয়ে দেখা গেছে। এ বছর ১৮ বছর বয়সে পা রেখেছে নাইসা। বর্তমানে দেশের বাইরে রয়েছে কাজল কন্যা। সে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে উচ্চশিক্ষা নিচ্ছে। সেখান থেকে পড়াশোনার ফাঁকে পার্টি এটেন্ড করে সেই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে নাইসা। আর তা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ছবিতে নাইসার স্টাইল স্টেটমেন্ট নিয়ে কোনো কথাই হবে না। অসাধারণ স্টাইলিশ এ স্টার কিড। দিনে দিনে তার রূপ আরও বাড়ছে, ছবি দেখে তা স্পষ্ট। অনেক নেটিজেনদের মনেই প্রশ্ন, ভবিষ্যতে কি নাইসা তার বাবা-মার পথ ধরে অভিনয় জগতকে বেছে নেবে নাকি অন্য কোনো প্রফেশনের দিকে এগোবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2