avertisements 2

নাসিরের সাবেক প্রেমিকা সেই সুবাহকেই বিয়ে করলেন ইলিয়াস!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। মাস খানেক আগেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী।

বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

 এরইমধ্যে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের তিনটি ছবি শেয়ার করেন। ক্যপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেনন নি। ইলিয়াসকে বিয়ে করেছেন কিনা সুবাহকে এ প্রশ্ন করলে তিনি উত্তরে জানান, আমি বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি। তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ।

বিষয়টি নিয়ে ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। ফেসবুকের মেসেঞ্জারে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন একসঙ্গেই সংসার পেতেছেন রাজধানীর বনানী এলাকায়।

এর আগে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি সম্পর্কে সুবাহ ফেসবুকে লিখেছিলেন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি।

উল্লেখ্য, সুবাহ আপাতত ব্যস্ত আছেন রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার ডাবিং নিয়ে। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৬টি সিনেমায়। তবে মুক্তি পায়নি একটিও। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মুক্তি পাবে ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। ২০১৯ সালে এ সিনেমার মাধ্যমে নায়িকার খাতায় নাম লেখান সুবাহ।

এর আগে ২০১৮ সালে সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। এরপর এ নিয়ে নানা বিতর্ক, সমালোচনা হয়েছে।

যদিও তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে গায়ক ইলিয়াসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী সুবাহ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2