avertisements 2

প্রভাবশালীদের সাথে কয়েকটি শর্তে বিদেশ ভ্রমণে যেতেন পরীমনি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:১৭ এএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

পরিমনি বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় অভিনেত্রীর নাম পরিমনি।দীর্ঘদিন ধ’রেই সিনেমাতে কাজ করে আসছিলেন তিনি। তবে তার এই জগতের বাইরেও রয়েছে একটি অন্ধকার জগত।আর এই অন্ধকার জীবনেই তিনি ছিলেন সব থেকে বেশি অভ্যস্ত। স’ম্প্রতি গ্রে’’ফতার হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রায়ই প্রমোদ ভ্রমণে বিদেশ যেতেন। তার সফরসঙ্গী ‘হতেন দেশের প্র’ভাবশালী ব্যবসায়ী, ব্যাংকের শী’র্ষ ক’র্মক’র্তা কিংবা ক্ষ’মতাসীন দলের অনেক নেতা।

গোয়েন্দারা জা’নিয়েছেন, প্র’ভাবশালীদের সাথে প্রমোদ ভ্রমণে যেতে তিনি রাখতেন বেশ কয়েকটি শর্ত। আর সেই সব শর্ত মানলেই তিনি যেতেন বিদেশ ভ্রমণে। সেই সব শর্তও আ’সছে প্র’কাশ্যে। গত এপ্রিল মাসেও সবশেষ পরী দেশের এক শী’র্ষ ব্যবসায়ী ও একটি ব্যাংকের চেয়ারম্যানের স’ঙ্গে দুবাই ট্যুরে যান। অব’স্থান করেন দুবাইয়ের সবচেয়ে অ’ভিজাত ‘বুর্জ আল খলিফা’ টাওয়ারের হোটেল আরমানিতে।

টানা সাত দিন অ’ভিজাত হোটেলে ‘অ্যাম্বাসেডর স্যুটে’ অব’স্থান করেন। এই অ্যাম্বাসেডর স্যুটের ভাড়া হিসেবে একেকটা স্যুটের জন্য প্রতিদিন গু’নতেন এক লাখ ৫৮ হাজার টাকা। গত ২৩ এপ্রিল থেকে দুবাইয়ের সেই ট্যুরে পরীর স’ঙ্গে ছিলেন তার ব্য'ক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে দিপু। দু’জনই ছিলেন আ’লাদা স্যুট-এ।

তার এমন প্রমোদ ট্যুরের ত’থ্য এখন গো’য়েন্দারাদের হাতে। গো’য়েন্দা সূত্র জা’নায়, যারা চিত্রনায়িকা পরী এবং মডেল মাহবুব ফারিয়া পিয়াসাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোদ ট্যুরে গিয়েছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত ১০ জনের ব্যাপারে নি’শ্চিত হয়েছেন গো’য়েন্দারা।

তাদের ব্যাপারে ক’ঠোর অব’স্থানের কথা জা’নিয়েছেন আ’ইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লি’ষ্ট সূত্র বলছে, পরী সি’ন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে সে-‘ক্স ও মা’দ’কে’র আসর বসাতেন। বেপরোয়া জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠা গ্রে’’ফতারের পর চার দিনের রি’মান্ডে রয়েছেন।

তাকে ব্যা’পক জি’জ্ঞাসাবা’দ করা হচ্ছে। ধ’রে ধীরে মুখ খুলতে শুরু ক’রেছেন এই রহ’স্যময়ী নায়িকা। ত’দন্ত সংশ্লি’ষ্টদের দিচ্ছেন নানান চাঞ্চল্যকর ত’থ্য। গেল শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমি’শনার হারুন অর র’শিদ সাংবাদিকদের বলেন, পরীমনি চলচ্চিত্রের আড়ালে খা’রাপ ব্যবসা ক’রতেন এবং এই ব্যবসাগু’লোতে কারা’ তাকে পে’ট্রোনাইজ ক’রেছেন, তাদের কথাও তিনি জি’জ্ঞাসাবা’দে স্বী’কার ক’রেছেন।

গত বুধবার (৪ আগস্ট) রাতে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মা’দ’ক’স’হ’ পরীমনিকে আ’টক করে র‍্যাব’ সদরদ’প্ত রে নিয়ে যাওয়া হয়। ২০ ঘণ্টা জি’জ্ঞাসাবা’দ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থা’নায় তাকে হস্তান্তর করে র‍্যাব’। এরপর র‍্যাব’ বা’দী হয়ে মা’দকদ্রব্য নি’য়ন্ত্রণ আ’ইনে মা’ম’লা করে।

পরে আ’দালতের মাধ্যমে তাকে চার দিনের রি’মান্ডে পায় পু’লিশ। পরীমনি মানেই এখন চলে আসে তার কথিত ‘মা’ নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম। পরীমনি গ্রে’’ফতার হওয়ার পর বি’ত’র্কিত ভূমিকা ও তীব্র স’মালোচনার মু’খে রয়েছেন এই নির্মাতা। তিনি পরীমনির কথিত ‘মা’ বলেও পরিচিত।

কিছুদিন আগে বোট ক্লাবের ঘ’টনায় পরীমনির পাশে দাঁড়িয়েছিলেন চয়নিকা। সে সময় পরীমনিকেও প্রেস ব্রিফিংয়ে বলতে শোনা গেছে, আমা’র পাশে মা (চয়নিকা) আছে। আমি মা পেয়েছি। আমা’র কোনো চিন্তা নেই। কিন্তু এবার পরীমনি গ্রে’’ফতার হওয়ার পর তাকে আর দেখা যাচ্ছে না। অনেকটা এড়িয়ে চলছেন এই নি’র্মাতা।

যদিও বিনোদনপাড়ায় চয়নিকাকে নিয়ে অনেক সময় নেতিবাচক কথা শোনা যায়। এদিকে গতকাল (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আ’টক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ত’দন্ত সংশ্লি’ষ্ট সূত্রে জা’না গেছে, পরীমনি সি’ন্ডিকেট রাজধানীর বিভিন্ন এলাকায় পার্টির নামে অনৈ’তিক কাজ ও মা’দকের আসর বসাত।

পরীমনির বেশিরভাগ পার্টির আয়োজনের দায়িত্বে থাকতেন নজরুল ইসলাম রাজ ও কথিত মামা দিপু। আর পরীমনির স’ঙ্গে বিভিন্ন প্র’ভাবশালীর বিদেশ ভ্রমণের আয়োজন ক’রতেন চয়নিকা চৌধুরী। সূত্র আরও জা’নায়, পার্টির এক পর্যায়ে সু'ন্দরী রমণীদের টা’র্গেট করা ব্য’ক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া ‘হতো। এই সু'ন্দরীদের নিয়ে আ’লাদা কক্ষে একান্তে সময় কা’টানোরও ব্যব’স্থা রাখা ‘হতো। এ সময় একান্ত সময়ের দৃ’শ্য বিশেষ টেকনোজির মাধ্যমে ধারণ করা ‘হতো।

পরবর্তীতে ধারণকৃত দৃ’শ্য দিয়ে ব্ল্যা’কমেইলিং করা ‘হতো টা’র্গেটকৃত সমাজে'র উচ্চবিত্ত ও প্র’ভাবশালীদের। দ’ফায় দ’ফায় বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া ‘হতো। এ দিকে তার সব খদ্দেররা প্র’ভাবশালী হলেও শেষ পর্যন্ত হার মানতেন পরিমনি ও তার সিন্ডিকে’টের কাছে। আর এই কারনেই কোন না কোন ভাবে তারা সব সময়ই পরিমনির শত শত আবদার মেনে নিতেন সামাজিক মান র’ক্ষার কারনে

বিষয়:

আরও পড়ুন

avertisements 2