আমাকে থাপ্পড় মারবেন না, সালমানকে সানি লিওন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বলিউডের মেঘা সুপারষ্ঠার সালমান খন। তিনি বলিউড ইন্ডাষ্ট্রিতে ৩ দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে ব্যপক সাড়া ফেলেছে। তিনি সিনেমার পাশাপাশি উপস্থাপক হিসেবেও কাজ করে থাকেন। বলিউড সুলতান সালমান খানের কাছে কাতরসুরে অভিনেত্রী সানি লিওন আর্জি জানালেন, ‘আমাকে থাপ্পড় মারবেন না।’ ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের উইকেন্ড স্পেশাল পর্বে হাজির হয়ে সালমানের কাছে এ অনুরোধ করেন ‘রাগিনি এমএমএস ২’ অভিনেত্রী। সালমান খানের সঙ্গে হঠাৎ কি এমন অপরাধ করে বসলেন সানি, যে এমন আর্জি করতে করতে হলো?
ঘটনাটি অবশ্য গুরুতর কিছু নয়। নিজের আগামী মিউজিক ভিডিও ‘মধুবন’ - এর প্রচারে বিগ বস ১৫- এর মঞ্চে হাজির হয়েছিলেন সানি লিওন। সঙ্গে ছিলেন ভিডিওর গানের গায়িকা ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরও। সেখানেই সালমানের ‘দাবাং’ সিনেমার সংলাপ বলেন সানি। যদিও সেই সংলাপ ঠিকমতো আওড়াতেই পারেননি কানাডিয়ান বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী। সেই সংলাপ বলতে গিয়ে সালমানের উদ্দেশ্যে দুহাত জোড় করে সানি বলেন, ‘মুঝে থাপ্পাড় মাত মারো অর্থাৎ আমাকে থাপ্পড় মারবেন না।’
সানির সেই সংলাপ শুনে হেসে দেন সালমানও।এর আগে সালমানের সঙ্গে নাচে-গানে মাতেন সানি ও কণিকা। বিগ বসের অতিথিদের সঙ্গে পুল পার্টি করেন তারা। পুল পার্টিতে মজার পাশাপাশি একটি টাস্কও প্রতিযোগীদের দেন সানি। সেখানে কয়েকটি ড্রিংকস রাখা থাকে, সেই ড্রিংকসের গায়ে লেখা থাকে একটি বা দুটি শব্দ। সেই শব্দের সঙ্গে যার মিল রয়েছে, তার মাথায় সেই ড্রিংকসের ঢেলে দিতে হবে।