avertisements 2

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট

বাংলাদেশি নেটিজেনদের তোপের মুখে কঙ্গনা   

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:১১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি: ইন্টারনেট

বাংলাদেশের বিজয় দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশি নেটিজেনদের তোপের মুখে কঙ্গানা। তিনি কাজের চেয়ে বেশি বিতর্কিত বিভিন্ন মন্তব্যের কারণে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ এবং তার ইনস্টাগ্রাম থেকে স্টোরিতে পোস্ট করেন কঙ্গনা। ওই পোস্টে তিনি লিখেন, ‘ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশের বিজয়’ উল্লেখ না করে বলেছেন, ওই বছরের বিজয় ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী চিহ্নিত করেন।’

পোস্টের সঙ্গে তিনি ভারতীয় আর্মিদের সাথে বিভিন্ন সময় তোলা কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন কাঙ্গনা। ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয়দিবস, সোনালীবিজয়, অমৃতমহাউৎসব। ব্যারিস্টার কায়সার কামাল, দীলিপ ঘোষ, সাব্বির চৌধুরীর অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কঙ্গনাকে ভুল শোধরাতে বলেন। তারা কঙ্গনাকে বলেন,’ আপনি যা লিখেছেন তা শুধরে নিন, এটি বাংলাদেশের বিজয়।’

এছাড়াও দেশীয় শোবিজের অনেকেই ওই পোস্টে কঙ্গনার পোস্ট নিয়ে জবাব দেন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া রয়েছেন। জয় প্রতিবাদ করে লিখেছেন, ‘দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। এটি ভারতের নয়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ভারত আমাদের সহায়তা করেছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় অর্জনের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের আবেগে আঘাত করবেন না।’

Kangana Ranaut

on Wednesday

16 December 2021 marks the Golden Jubilee of the India's victory over Pakistan in 1971.

Salute to the courage , bravery and sacrifice of #IndianArmedForces in the 1971 Liberation War.

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2