avertisements 2

মাহিকে নিয়ে নতুন ছবির শুটিংয়ে ফিরছেন ইমন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

মাহিকে নিয়ে শিগগির শুটিংয়ে ফিরছেন। নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওমরাহ পালন করার সময়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে তার এবং চিত্রনায়ক ইমনের পুরনো একটি কল রেকর্ড ফাঁস হওয়া হয়, এই নিয়ে জল গড়িয়েছে অনেক।

তবে এসব চুকে গেছে প্রায়। এবার শুটিং ফিরছেন মাহি-ইমন।

জুটি বেঁধে দ্বিতীয় বারের মতো অভিনয় করতে চলেছেন ইমন ও মাহিয়া মাহি। এরআগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন এই দুজন।

বুধবার দুপুরে চিত্রনায়ক ইমন জানান, ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন তিনি ও মাহি। ১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশে শুরু হবে এর শুটিং। এর পরিচালক নির্মাতা চয়নিকা চৌধুরী।

ইমন জানান, ক্যারিয়ারের শুরুতে চয়নিকা চৌধুরীর বেশকিছু নাটকে কাজ করেছেন। তিনি তার অন্যতম পছন্দের নির্মাতা। ওয়েব ফিল্মে তার সঙ্গে কাজের সুযোগকে বেশ আনন্দের বলে মনে করছেন ইমন।

‘লাল টিপ’ খ্যাত এই নায়ক বলেন, ‘কাগজের বিয়ে’ অন্যরকম গল্পের একটি ওয়েব ফিল্ম। এর গল্প শুনেই আমার দারুণ পছন্দ হয়েছে। এর প্রযোজক ডি এ তায়েব। তিনি এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2