avertisements 2

হলুদ ছোঁয়ায় অপরূপ দুটি হাসি মুখ 'ভিক্যাট'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০১:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

হলুদ ছোঁয়ায় অপরূপ 'ভিক্যাট'

রাজকীয় মেজাজেই হলুদে মাখামাখি দুটি হাসি মুখ। একে অপরকে ভালোবেসে রাঙিয়ে দিয়েছেন হলুদে। আর কেও নয় বলছি দুই হলুদিয়া পাখি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের কথা। বিয়ের দুদিন পর আজ তারকা দম্পতি প্রকাশ করলেন তাদের গায়ে হলুদের ছবি। ছবিগুলোতে তারকা দম্পতির ভালোবাসাময় চাহনি নাড়া দিয়ে গেছে হাজারো ভক্তহৃদয়েও।

গোলাপের বৃষ্টির মাঝে তারকাযুগলের হাসিমাখা মুখ সেইসাথে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লেহেঙ্গা ও হালকা গহনায় কনের সৌন্দর্য যেন স্বর্গীয় হয়ে উঠেছে। ভিকিও সেইসাথে অনাবৃত ঊর্ধ্বাঙ্গে যেন হলুদের অলংকারে আবৃত হয়ে কনের বাহুবন্ধনে অত্যন্ত উচ্ছ্বসিত। সাথে ছিলো বর-কনের পরিবার এবং শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষজন।

গত বৃহস্পতিবার রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে সাত পাঁকে বাধা পড়েন ভিকি-ক্যাট। এ বিয়েকে ঘিরে নানা ছিলো গুঞ্জন, আলোচনা-সমালোচনা। তবে সব গুঞ্জনের ইতি টেনে নবদম্পতি বিয়ের ছবি প্রকাশ করতেই নেটমাধ্যম ভেসে যায় শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায়। এরপরই এবার তারা বিয়ের দুদিনের মাথায় প্রকাশ করলেন গায়ে হলুদের ছবি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2