উষ্ণ মরুতে নায়িকা মাহির রোমান্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:৪৯ এএম, ১৫ জুলাই,মঙ্গলবার,২০২৫

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন। তার বর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব। কয়েক দিন আগে স্বামীসহ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছেন মাহি।
আরবের উষ্ণ মরুর বুকে রোমান্সে মেতেছেন এই দম্পতি। মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ক্যামেরাবন্দি হয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মাহি।
তাতে দেখা যায়, মাহির পরনে কালো রঙের বোরকা। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ।’ এরপর লাল রঙের চারটি লাভ ইমোজি দিয়েছেন তিনি।
মাহিয়া মাহির হাতে ‘ড্রাইভার’ সিনেমার কাজ রয়েছে। ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সজল। সম্প্রতি ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং শেষ করেছেন এই নায়িকা।