৬৬ বছর বয়সে বধূ হলেন রোজিনা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১১:০৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পড়নে লাল রঙের লেহেঙ্গা, গায়ে বাহারি গহনা। প্রথম দেখাতেই মনে হবে, কোনো সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে বধূ সেজে। তবে তিনি কোনো যুবতী নন। তিনি আশির দশকে ঢালিউড কাঁপানো চিত্রনায়িকা রোজিনা। ৬৬ বছর বয়সেও বধূ সেজে তাক লাগিয়েছেন তিনি। নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে রোজিনার বধূ সাজের ছবি।
না, কোনো বিয়ের জন্য বধূ সাজেননি রোজিনা। ফটোশ্যূটের জন্য তিনি এ রূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে। নববধূর সাজের ব্যাপারে রোজিনা বলেন, নতুন রূপে নিজেকে দেখে কতটা ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছে, সেই আশির দশকে চলে গিয়েছি।
রোজিনার সিনেমায় পথচলা শুরু হয় ১৯৭৬ সালে। ‘জানোয়ার’ চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে আবির্ভাব হয় এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায়। এরপর ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন রোজিনা।
তবে এবার চলচ্চিত্র পরিচালনায় নেমেছেন তিনি। ‘ফিরে দেখা’ নামের সিনেমাটিতে রোজিনা ছাড়াও অভিনয় করছেন ইলিয়াছ কাঞ্চন, নিরব, অর্চিতা স্পশিয়া। সিনেমাটি সরকারি অনুদানে তৈরি হচ্ছে।