সেই কাঁচাবাদামের গায়ক, প্রাপ্য টাকা চাইতে থানায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৫৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান ভাইরাল হয়। আলোচিত এই গানের কথা, সুর ও গায়ক ভুবন বাদ্যকর। গানটি ভাইরাল হওয়ার পর থানায় দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ, তার গাওয়া গান রেকর্ড করে লাখ লাখ টাকা আয় করছেন ইউটিউবাররা। অথচ এ থেকে একটি টাকাও পাননি ভুবন।
গায়ক ভুবন বাদ্যকরের দাবি, পুলিশ প্রশাসন এই বিষয়ে তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা পেতে সহায়তা করুক। শুক্রবার (৩ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
গায়ক ভুবনের বাড়ি ওপার বাংলার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে। বাদাম বিক্রির টাকা দিয়েই সংসার চলে তার। তিনি বাদাম বিক্রির সঙ্গে বিভন্ন গান গেয়ে থাকেন। আর এসব অধিকাংশ গান আঞ্চলিক ও তার নিজের রচিত। এর মধ্যে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ায় কয়েক মিলিয়ন দর্শক দেখেছেন।
ভুবন জানিয়েছেন, গানটি ভাইরাল হওয়ার পর প্রতিদিন বাড়িতে অনেক মানুষ ভিড় করছেন। সবাই তার সেই গান রেকর্ডিংয়ের বিষয়ে হাজির হচ্ছেন। এমনকি তিনি যখন থানায় অভিযোগ করতে যান ঠিক তখনও মানুষ তাকে দেখার জন্য ভিড় জমান। তার সঙ্গে ছবি ও ভিডিও নেয়ার জন্য আসেন। এছাড়া তার গাওয়া গানটি ইউটিউবে কপিরাইট দেখাচ্ছে। অথচ তিনি নিজে গানটির কোনও আপডেটই করেননি।
জানা যায়, ভুবন হেলমেট পরে থানায় গিয়েছিলেন। এমনটা তিনি একদমই ভয় এবং দায়ে পড়ে করেছেন। কেননা, তার সন্দেহ হচ্ছে, তাকে কেউ অপহরণও করতে পারে।
ভুবন বাদ্যকর এর আগে জানান, তিনি গ্রামে গ্রামে বাদাম বিক্রি করেন। আগে সাইকেলে করে বাদাম বিক্রি করতেন। পরে ১৫ হাজার টাকা ব্যবস্থা করে একটি পুরোনো মোটরসাইকেল কিনে তাতে করে এখন গ্রামে গ্রামে বাদাম বিক্রি কেরন। গ্রামের বাইরে মাঝে মধ্যে ঝাড়খণ্ডেও বাদাম বিক্রি করতে যান তিনি।