avertisements 2

প্রথম সফরেই শাকিব খানের চমক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৩:২৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাকিব খান। দেশটিতে প্রথম সফরেই জানালেন, তাঁর নতুন ছবির বেশির ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকেই নাম ঠিক না হওয়া ছবিটি তৈরি হচ্ছে।

 গতকাল নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা দেন শাকিব, ‘বড় একটি ছবির পরিকল্পনা করেছি। করোনা না থাকলে হয়তো এত দিন ছবির শুটিং শেষ হয়ে মুক্তিও পেত। সব সময় চেয়েছি, আমাদের সিনেমা বিশ্ববাজারে প্রতিযোগিতা করুক। সেদিন আর বেশি দূরে নয়, যখন নিয়মিত এ দেশে [যুক্তরাষ্ট্র] আমাদের ছবি মুক্তি পাবে।’ এই ঘোষণার সময় শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন অভিনেতা-পরিচালক আফজাল হোসেন। তিনি বলেন, ‘শাকিব খান ও আমি বিমানে একসঙ্গে এসেছি। একজন মানুষ কিভাবে নিজেকে তৈরি করে সেটা বিস্ময়ের সঙ্গে দেখেছি। তাঁর জন্য শুভকামনা।’

শাকিবের নতুন ছবির চিত্রনাট্য ও পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিচালক হিমেল আশরাফ। পরিচালক জানান, নতুন ছবির ৭০  শতাংশ শুটিং হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি অংশ বাংলাদেশে। পাঁচ বছর আগে শাকিবকে নিয়ে ‘প্রিয়তমা’ করার কথা ছিল হিমেলের, কিন্তু অভিনেতার শিডিউল জটিলতার কারণে হয়নি। এ ছবি ছাড়াও শাকিবকে নিয়ে ‘মায়া’ নামে আরেকটি ছবি পরিচালনার কথাও জানান তিনি। ‘প্রিয়তমা’ ও ‘মায়া’ও প্রযোজনা করবেন শাকিব। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2