avertisements 2

কার ছায়া হতে চাইলেন পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৫৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ১৯৯৭ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। সুদর্শন চেহারা আর অভিনয়ের গুণে দর্শক হৃদয়ে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন তিনি। ইন্ডাস্ট্রিতে নায়িকারা দীর্ঘ সময় পার করলেও অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক অভিনেত্রী তাদের শারীরিক ফিটনেস হারিয়ে ফেলেন। এ জন্য তাদের শরীর চর্চার প্রয়োজন হয়। কিন্তু পূর্ণিমা সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও লাস্যময়ী হয়ে উঠছেন। বয়স বাড়লেও তিনি যেন সেই আগের পূর্ণিমাই রয়ে যাচ্ছেন।

এ অভিনেত্রীকে এখন আর আগের মতো নিয়মিত দেখা যায় না সিনেমায়। তবে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নান্দনিক উপস্থাপনায় দর্শক মহলে আলোচনার জন্ম দেন। ভক্ত-অনুরাগীরাও যেন অপেক্ষায় থাকেন অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য। এদিকে জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। এ কারণে মাঝে মাঝেই ফেসবুকে তাকে বিভিন্ন ছবি, ভিডিও ও রোমান্টিক স্ট্যাটাস দিতে দেখা যায়। তার এসব পোস্টে অনুরাগীরাও বেশ চমকে উঠেন।

সোমবার (১৫ নভেম্বর) নায়িকা ফেসবুকে ভেরিফাইড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। সাদা রঙের কুর্তা পড়া ছবিগুলোয় তাকে খোলা চুলে দেখা যাচ্ছে। কিছু চুল বুকের বাম পাশে নামিয়ে দেয়া। আর অভিনেত্রীর মিষ্টি ও আনমনা হাসির ছবিগুলোর ঝলকে অসাধারণ সুন্দরী লাগছে তাকে।

পূর্ণিমা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোর ছায়া হবো। কিছুটা বেহায়া হবো। চেয়ে নেবো চেনা আবদার...।’ তিনি কাউকে উদ্দেশ্য করে এসব লিখেছেন কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া, মাঝে মাঝেই এমন দারুণ সব স্ট্যাটাসে বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন তিনি। আর ভক্ত-অনুরাগীরাও মজার ছলে নিয়ে থাকেন অভিনেত্রীর এমন পোস্ট।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2