avertisements 2

সন্তান জন্ম দেওয়ার পর পুরোনো রূপে নুসরাত  

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৫৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

মাসখানেক আগেই সন্তানের মা হয়েছেন টলি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সন্তান জন্মদানের সময় কিছুটা মুটিয়ে গেলেও আবারও চেনা রূপেই দেখা মিলল নুসরাতের। স্পোর্টস ব্রা আর জিম প্যান্টে ছবি পোস্ট করতেই যেনো পুরোনো নুসরাতকে খুঁজে পেল নেটিজনেরা। অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর নতুন নাম দিলেন ফিটনেস কুইন। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তার। অথচ অভিনেত্রী এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না। ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। প্রশ্ন উঠছে নুসরাতের এই ওজন কমানোর রহস্যের চাবিকাঠি তবে কি নিয়মমেনে হাঁটা?

প্রসঙ্গত, মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এর আগে। শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, সেই সব ট্রোলে তিনি খুব একটা চিন্তিত নন। অন্যদিকে, নুসরতের ক্ষেত্রে ওজন ব্রিধি নিয়ে ট্রোলিংয়ের সম্মুখীন হতে না হলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় নেটিজেনদের একটা বড় অংশ।

নুসরাত অভিনেত্রী। তিনি সাংসদও। তবে আর কিছুদিনের মধ্যেই অভিনেত্রী-সাংসদ পরিচয়ের বাইরেও আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। এক বেসরকারি এফএম চ্যানেলের এক টক শো হোস্ট করতে চলেছেন তিনি। শোর নাম ‘ইশক উইদ নুসরাত’। হিন্দিতে এই টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এই শোতেই নুসরাতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরাতের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের সবাইকে। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরাতের জীবনে?

বিষয়:

আরও পড়ুন

avertisements 2