‘নস্টালজিয়া হয়ে পড়েছিলাম’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:০৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নায়িকা হওয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধুর বায়োপিকসহ বেশকিছু সিনেমায় নাম লিখিয়েছেন। তবে এবার কাজ থেকে খানিকটা বিরতি নিতে হচ্ছে তাকে। কিন্তু কেন? উত্তরে দীঘি বলেন, ২রা ডিসেম্বর থেকে আমার এইচএসসি পরীক্ষা শুরু। পড়াশোনার অন্যতম একটি স্তর এটি। তাই কাজকে আপাতত ছুটি দিতে চাই। পুরোপুরি মনোযোগটা দিতে চাই পড়াশোনায়। নতুন সিনেমা কিংবা অন্য কোনো কাজে কি তাহলে পাওয়া যাবে না এরমধ্যে? উত্তরে এ অভিনেত্রী বলেন, না।
পড়াশোনার জন্য নতুন কাজে সময় দেয়া হবে না। নতুন সিনেমা এই সময়ে হাতে নেবো না। কারণ আমাকে পরীক্ষায় অংশ নিতে হবে। আমি চাই না পরীক্ষার আগে কাজের অনেক চাপ থাকুক। ভালোভাবে কেবল পরীক্ষাতেই মনোযোগ দিতে চাই। তাই এখন কাজ থেকে বিরতি নিতে হচ্ছে। তাছাড়া এইচএসসি পরীক্ষার আগে তো লম্বা প্রস্তুতি নিতে হয়। কিন্তু আপনি তো শুটিংয়ে ব্যস্ত ছিলেন। প্রস্তুতি পর্ব কীভাবে নিচ্ছেন? দীঘির উত্তর-কিছু কাজ আগে থেকেই পরিকল্পনা করা ছিলো। তাই শেষ করেছি। যেহেতু শুটিং ছিল। তাই পড়াশোনাটাও হয়েছে সেটে সেটে। নস্টালজিয়া হয়ে পড়েছিলাম। সেই ছোটবেলায় পরীক্ষার আগে এভাবে প্রস্তুতি নিতাম।
পরীক্ষার সময় সেটে বসে বসে পড়তাম। কারণ সে সময় নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতাম। এদিকে বর্তমানে দীঘির সরকারি অনুদান পাওয়া ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার কাজ চলমান রয়েছে। জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন ‘ঝিনুক মালা’ খ্যাত নির্মাতা আব্দুস সামাদ খোকন। এই সিনেমায় দীঘির নায়ক হিসেবে আছেন গাজী আবদুন নূর। এ ছবির কাজ কেমন হচ্ছে? দীঘি বলেন, অসাধারণ কাজ হচ্ছে। ‘শ্রাবণ জ্যোৎস্নায়’র কিছুটা কাজ বাকি।
জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা পরীক্ষার আগে। কিন্তু কিছুটা করবো। তারপর পরীক্ষা শেষ হলে বাকি অংশের কাজ করবো। এছাড়া নতুন কাজও হাত দেবো। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিংয়ের কি খবর? এ চিত্রনায়িকা বলেন, এরইমধ্যে মুম্বইয়ের অংশের শুটিং শেষ হয়েছে। বাংলাদেশ অংশেরটা বাকী। এটি একটি স্বপ্নের চরিত্র। ইতিহাস হয়ে থাকার মতো সিনেমা। তাই এ ছবির বাকী কাজের জন্য উদগ্রীব হয়ে আছি।