avertisements 2

যে কারণে কলকাতায় পরীমনি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

মাদককাণ্ডে কারামুক্তির পর এই প্রথম দেশের বাইরে গেলেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার কলকাতায় পৌছেছেন এই নায়িকা। সেখানে তাজ বেঙ্গল নামে পাঁচ তারকা হোটেলে উঠেছেন। নায়িকা নিজেই এ খবর জানিয়েছেন। 

কলকাতায় পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে ৯টি ছবি পোস্ট করে অনুরাগীদের জানান সেখানে অবস্থানের খবর।  হলুদ এবং কালো রং মেশানো পোশাকে তাজ বেঙ্গলে একাধিক ছবি তুলেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন। ছবিগুলোর উপরে লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন কাজে গেলেন নায়িকা? যদিও কলকাতা সফরের কোনো কারণ জানাননি তিনি। তবে পরীমনির ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছেন পরী। বিষয়টি নিয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে  ব্যক্তিগত কারণেই কলকাতায় গিয়েছেন বলে জানিয়েছেন। 

কারামুক্তির পর পরী হয়ে উঠেছেন 'টক অব দ্য কান্ট্রি'। গত ২৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিমানের ককপিট সাজিয়ে জন্মদিনের আয়োজন করে নতুন করে আলোচনার জন্ম দেন। সে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার উড়াল দিলেন কলকাতায়। 

কলকাতা সফরের আগে পরীমণি গিয়াস উদ্দিন সেলিমের 'গুনিন' সিনেমায় অভিনয় করছিলেন।  সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন 'মা'নামের আরও একটি ছবিতে।  জানা গেছে কলকাতা থেকে ফিরেই তিনি রশিদ পলাশের ‘প্রীতিলতা’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2