রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে ‘ওয়েস্ট ইন্ডিজ’ ক্রিকেট দলের খেলোয়াড়দের!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:২৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রশি দিয়ে বেঁধে রেখেছেন ‘ওয়েস্ট ইন্ডিজ’ ক্রিকেট দলের খেলোয়াড়দের!সারিবদ্ধভাবে বসে আছেন তারা। তাদের কারো কারো মুখে মা;রধ;রের চিহ্ন দেখা যাচ্ছে। আপাতদৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মনে হলেও তারা আসলে কেউ-ই ক্রিকেটার নন।
ভালো করে খেয়াল করলে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন—অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, কমেডিয়ান সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। মূল ঘটনা হলো—পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন একক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। আর এই নাটকের গল্পের জন্য এত আয়োজন।
নাটকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্য করে অনেকেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
নির্মাতা মাইদুল রাকিব জানান, সম্প্রতি বাকেরগঞ্জে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।