আলিয়া ভাটের মতো হুবহু দেখতে মেয়েটি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে প্রতিদিন কত কিছুই না ঘটছে৷ ভিডিও, ছবি বা লেখা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না৷ সম্প্রতি এই সামাজিক মাধ্যমে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণীর ‘লুক-অ্যালাইক’-কে খুঁজে পাওয়া গিয়েছিল৷ এবার পাওয়া গেল আরেক অভিনেত্রী আলিয়া ভাটের ‘ডামি’-কেও!
হুবহু এক দেখতে! হঠাৎ করে দেখলে বোঝাই মুশকিল, যে এই মেয়েটি আসলে আলিয়া নন৷ তিনি আসামের মেয়ে৷ প্রোফাইলের নাম সেলেস্টি বৈরাগী ৷ ইনস্টাগ্রামে এই মেয়ের প্রচুর ভিডিও ভাইরাল হয় ৷ অনুসারী সংখ্যাও অনেক৷ তার একেকটি ভিডিও ভাইরাল হতেই আলিয়ার লুক-অ্যালাইককে আর খুঁজে পেতে কারো অসুবিধা হয়নি৷