চারিদিকে পপির মা হওয়ার গুঞ্জন, ঘটনা কি সত্যি?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০১:২২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
এক বছরেরও বেশি সময় ধরে লাপাত্তা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভিন পপি। সবকিছু থেকে তিনি বিচ্ছিন্ন। ফোনে বা সামাজিক মাধ্যম- কোনোভাবেই তার খোঁজ মিলছে না। চলচ্চিত্রপাড়ায় পপি-ঘনিষ্ঠরাও তার খবর জানেন না। জনপ্রিয় দম্পতি ওমর সানী-মৌসুমী সম্পর্কে পপির বোন-দুলাভাই। তারাও জানেন না অভিনেত্রী কোথায়, কেমন আছেন।
পপির এই লাপাত্তা হয়ে যাওয়ায় গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্পপতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। ওই গুঞ্জনের সঙ্গে সদ্যই যুক্ত হয়েছে নতুন আরেক গুঞ্জন। সামাজিক মাধ্যম ও হাওয়া থেকে পাওয়া খবর, পপি নাকি মা হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
আসলেই কি তাই? আপাতত এ খবরকে গুঞ্জেই বলতে হবে। কারণ, নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এর সত্যতা এখনও পাওয়া যায়নি। যোগাযোগ করা যায়নি পপির সঙ্গে। কারণ, তার পূর্বের ফোন নম্বরটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। এরপর ফোন দেওয়া হয় নায়িকার বাবা আমির হোসেনকে। সেপ্টেম্বরের শেষ দিকে পপির বিষয়ে খোঁজ নিতে তার সঙ্গে একবার যোগাযোগ করা হয়েছিল। কিন্তু পপির বাবার সেই নম্বরটিও এখন বন্ধ।
তাহলে উপায়? উপায় একটাই। পপি আড়াল ভেঙে সবকিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
এর আগে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে পপির বিয়ের গুঞ্জন ওঠে। তারা নাকি রাজধানীর ইস্কাটনে বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন। গত বছরের শুরুতে তাদের বিয়ের কাবিননামার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা তাদের বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করে। এছাড়া ইস্কাটনের বাসায় জায়েদ-পপির বিয়ের প্রথম বার্ষিকী পালনের ছবিও ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু এই গুঞ্জনকে সে সময় ফুঁ মেরে উড়িয়ে দেন পপি। গত বছর লাপাত্তা হওয়ার আগে দেওয়া একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে করলে লুকিয়ে করব না, সবাইকে জানিয়ে করব। আপাতত বিয়ের কোনো চিন্তা নেই। যখন করব, তখন সবাই জানতে পারবেন।’
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন ওমর সানী। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি ও পপির অভিনয়, দুই-ই বেশ সাড়া ফেলেছিল। দুই যুগের ক্যারিয়ারে দুই কুড়ি ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার জিতেছেন তিন বার।