এ কোন মেহজাবীন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
লিওনা হেইদারন। জাপানের তৈরি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র। নানা চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত লক্ষে পৌঁছান তিনি। টান টান উত্তেজনায় ভরপুর ভিডিও গেমটির প্রাণ লিওনা। গেমসের সেই লিওনা হেইদারনের লুকে সেজেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কিন্তু কেন এভাবে সাজলেন তিনি? জানা গেছে, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। স্মার্ট ফোনের এই বিজ্ঞাপনে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে।
বুধবার (২৭ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিওনা হেইদারনের লুকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন মেহজাবিন। সেখানে দেখা যায়, গেরুয়া রঙের পোশাক পরে সিঁড়িতে বসে আছেন তিনি। তবে মাথায় ফিরোজা রঙের চুল দেখে অনেকের মনেই কৌতুহল জাগে। অবশ্য যারা ভিডিও গেম খেলেন তারা মেহজাবিনের ছবির বিষয়ে পারলেও যারা গেমের জগতে নেই তাদের কাছে কৌতুহলী হওয়াটাই স্বাভাবিক।
বিজ্ঞাপনে অভিনয় নিয়ে মেহজাবীন বলেছেন, ‘বিজ্ঞাপনে অনেক ভেবেচিন্তে কাজ করি। কারণ এটা বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু বেশিই সচেতন থাকতে হয়। মনের মতো হলেই কেবল বিজ্ঞাপনে কাজ করি। এ বিজ্ঞাপনের গল্প-ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে।’
বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কজের চাপের জন্য নিজেকে দিতে পারেন না সময়। তবে এবার এই অভিনেত্রী অনেকটা সময় নিজের করে কাটিয়ে এসেছেন সমুদ্র বিলাস করে। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।