avertisements 2

হাজিরা না দিয়ে সময় চাইলেন অনন্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫৫ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

শাহরুখ পুত্র আরিয়ানকাণ্ডে অভিযুক্ত অনন্যা পাণ্ডে। আরিয়ানের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনন্যাকে সন্দেহ করা হয়েছে। আরিয়ানকে গাঁজার জোগান দিতে চেয়েছিলেন অনন্যা। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই এনসিবি দপ্তরে ডাকা হয়েছিল সোমবার (২৫ অক্টোবর)। তার জন্য নতুন প্রশ্নও তৈরি করেছিল এনসিবি কর্তারা। কিন্তু নির্ধারিত দিনে হাজিরা দেননি অনন্যা। বাড়তি সময় চেয়েছেন তিনি।

অনন্যা পাণ্ডের পক্ষ থেকে এনসিবি কর্মকর্তাদের জানানো হয়, ব্যক্তিগত কাজ থাকায় সোমবার (২৫ অক্টোবর) হাজিরা দিতে পারেননি অনন্যা। এ বিষয়ে তিনদিন সময় চেয়েছেন তিনি। খবর এএনআই।

এর আগে ২১ অক্টোবর অনন্যার বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা তল্লাশি চালায় এনসিবি। ৬ সদস্যের একটি টিম তার বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে। ওই দিন এনসিবির অফিস থেকে বের হওয়া মাত্রই তাকে সাংবাদিকরা ঘিরে ধরে অনন্যাকে। যদিও অনন্যা বা চাঙ্কি পাণ্ডে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে যান।

স্টারকিড অনন্যা ও আরিয়ান খানের চেনা জানা ছোটবেলা থেকেই। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে শাহরুখকন্যা সুহানা ও অনন্যা ‘বেস্ট ফ্রেন্ড’। আরিয়ান জামিন না পাওয়ার অস্বস্তি বাড়ছে বলি-পাড়ায়। এবার মাদককাণ্ডে অনন্যাকে তলব যে ঘৃণা তৈরি হলো, তা আর বলার অপেক্ষা রাখে না।

মাদক মামলায় এখনো জামিন পাননি শাখরুখপুত্র আরিয়ান। আপাতত হাজতেই দিন কাটছে তার। আর্থার রোড় জেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছেন শাহরুখ খান। ‘স্টার কিড’ বলে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকছে না। বাকি সাধারণ হাজতবাসীর মতোই থাকছেন আরিয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, নিয়ম মেনে প্রতিদিন সকাল ৬টায় উঠিয়ে দেওয়া হয় প্রত্যেক অভিযুক্তকারীকে। এই নিয়মের বাইরে নয় শাহরুখপুত্রও। সকালে খাবার দেওয়া হয় ৭টায়। বেলা গড়িয়ে যখন ঘড়ির কাটা ১১ টায় তখন দেওয়া হবে দুপুরের খাবার। দুপুর এবং রাতের খাবারের তালিকায় থাকে রুটি, তরকারি, ডাল এবং ভাত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2