যশকে স্বামীর স্বীকৃতি দিলেন নুসরাত
যশকে স্বামীর স্বীকৃতি দিলেন নুসরাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সদ্যই পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নিজের স্বামী-সন্তানকে নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। সন্তান ঈশানকে সামনে আনলেও স্বামীকে একটু আড়ালেই আগলে রেখেছিলেন এই নায়িকা-প্রেমিকা। এবার একটি ‘কেক’ সূত্রে সেটিও প্রকাশ করলেন তিনি।
গত (১০ অক্টোবর) গভীর রাতে একটি কেকের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের ওপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এগুলো যে চিত্রনায়ক যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলো সেটা বোঝাই যায়। কিন্তু নিচের একটি লেখা থেকেই পাওয়া গেল নতুন তথ্য। লেখা- ‘হাজব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। সঙ্গে লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্য হয়েছিল। কারণ তার জন্মসনদে পিতা হিসেবে রয়েছে যশের নাম। কিন্তু কেকে ‘স্বামী’ লেখা দেখেই যেন পরিষ্কার হয়ে গেল, যশই তার বর্তমান স্বামী। গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। কিন্তু ঠিক স্বীকার করেননি অভিনেত্রী।
এবার যশের জন্মদিনেই পরোক্ষভাবে সবাইকে জানালেন নিজের স্বামীর কথা। এদিন যশকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মধুমিতা সরকারসহ অনেকে।