নায়ক বাপ্পীর না বলা প্রেম কাহিনী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৪৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘বাপ্পী চৌধুরী’ বর্তমান সময়ের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। নতুন বছর বেশ কিছু নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। আজকে তার কোন নতুন ছবির তথ্য নয় বরং বাপ্পীর প্রেম কাহিনী নিয়ে জানবে তার ভক্তরা।
গত বৃহস্পতিবার বাপ্পী তার ফেসবুকে ‘না পাওয়া ভালোবাসা’ শিরোনাম দিয়ে একটি লেখা পোস্ট করে। আর তা পোস্ট করার পর থেকেই শুরু হয়ে গেছে তা নিয়ে নানা আলোচনা। পাশাপাশি তার ওই পোস্ট ইতোমধ্যে দুই হাজার উনিশ বার শেয়ারও হয়েছে।
দর্শকদের জন্য বাপ্পীর পোস্টটি হুবহু তুলে ধরা হলোঃ
না পাওয়া ভালোবাসা…
প্রথম থেকেই মেয়েটিকে ভালো লেগে যায় ছেলেটির। তাই শুরু থেকেই মেয়েটিকে নিয়ে তার ভালোবাসার আর ভালোলাগার অন্যরকম এক অনুভূতি কাজ করতো। মাঝে মাঝে চিন্তা করতো বিষয়টি মেয়েটিকে বলবে। কিন্তু বলা হয়নি। নানা কারণেই বলা হয়নি। এছাড়া প্রায়ই জিজ্ঞেস করতে মন চাইতো মেয়েটির কোন বয়ফ্রেন্ড আছে কিনা। অন্য কোন ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা। না থাকলে নিজের মনের কথাটা বলবে। নিজের ভালোবাসার কথাটি বোঝাবে।
কিন্তু জিজ্ঞেস করা হয়নি। তাই বলাও হয়নি মনের কথা। তাই একদিন ভেবে বসে মেয়েটিকে তার পছন্দের কথাটি বলবে না। ভালোবাসি বলবে না। কারণ তাকে আগে চিনবে, জানবে then বলবে। তখন মেয়েটির সাথে কি issue নিয়ে messenger এ কথা বলবে তা খুঁজে বেড়ায়। একদিন মেসেঞ্জারে নক দেয়া হয় মেয়েটির। That’s why ছেলেটি একটি hello বলেই চুপ হয়ে যেত। মেয়েটি তাকে ask করতো, কি হয়েছে বলো। কিন্তু ছেলেটি বলতে পারত না। ছেলেটি যখন ঠিক করেই ফেললো যে finally তাকে কিছু একটা বলবে, তখন তার মাথায় কাজ করলো, ছেলেটির family এর সাথে মেয়েটির family এর খুব ভালো সম্পর্ক আছে, যেটা ছেলেটা কখনোই নষ্ট করতে চায় না। ছেলেটি অনেক ভেবে চিন্তে ঠিক করলো, যে সে কখনোই মেয়েটিকে তার ভালোবাসার কথা বলবে না।
কিন্তু ছেলেটি মেয়েটিকে মন থেকে ছাড়তে পারেনি। সে মেয়েটিকে সব সময় full stop দিয়ে knock করে messenger এর top এ রাখতো। মেয়েটি always ask করতো, কিন্তু ছেলেটি বলতো ‘কিছু না’। তখন মেয়েটি অনেক রেগে যেত-‘ তুমি কেন knock দাও। ‘একসময় মেয়েটি রেগে বলেই ফেললো,’ আর কথা বলার দরকার নেই।’ তারপর ছেলেটি ঠিক করলো মেয়েটির profile এর screenshot নিয়ে রাখবে যাতে তার my day follow করতে পারে। ছেলেটি ভাবতো মেয়েটিকে দূর থেকে দেখেই শান্তি পাবে।
উল্লেখ্য, বাপ্পী বর্তমানে ‘নায়ক’, ‘দাগ’, ‘ডেঞ্জার জোন’, ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।