শাহরুখ খান ছুটছেন ছেলেকে বাঁচাতে
শাহরুখ খান ছুটছেন ছেলেকে বাঁচাতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুম্বাইয়ের একটি বিলাসবহুল প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করেছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-এর কর্মকর্তারা। টানা ৬ ঘণ্টা জেরার পর মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। এ ছাড়াও তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে তাকে। এদিকে ছেলেকে বাঁচাতে এদিক-ওদিক ছুঁটে বেড়াচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। অন্যদিকে ছেলে আটক হওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন গৌরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ খান। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখপুত্রকে।
এনসিবি সূত্রে জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সবকিছুতেই নজর বুলানো হচ্ছে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন আরিয়ান, সেটিও এখন তদন্তকারীদের নজরে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই জেরায় এমনটা জানিয়েছেন। আরিয়ানের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)’ আইনে মামলা দায়ের হতে পারে।
জানা গেছে, কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তারকা। কিন্তু এনসিবি যখন হানা দেয়, তখন তাদেরকে মাদক সেবন করতে দেখা যায়নি। আপাতত, আরিয়ানের থেকেই এই পার্টি সম্পর্কে নানান তথ্য নেওয়ার চেষ্টায় রয়েছেন এনসিবির কর্মকর্তারা।
উল্লেখ্য, ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। এদিকে কাজের জন্য শাহরুখপত্নী গৌরীরও বিদেশে যাওয়ার কথা ছিল। আপাতত শাহরুখের সঙ্গে তিনি মুম্বাইতেই থাকবেন। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।