avertisements 2

শাহরুখ পুত্র আরিয়ান মাদককাণ্ডে আটক

শাহরুখ পুত্র আরিয়ান মাদককাণ্ডে আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০২:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

মাদক কাণ্ডে এবার নাম জড়ালো শাহরুখ খানের ছেলে আরিয়ানের। মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে আরিয়ান সহ ১০ জনকে আটক করলো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ওই ১০ জনকে রবিবার মুম্বাই ফেরত নিয়ে আসা হবে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি’র কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান যে ওই ক্রুজের পার্টিতে মাদক সেবন করা হবে। সেজন্য তারা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ক্রুজে চড়েন। মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে রওনা হয় ক্রুজটি। ভিতরেই শুরু হয় পার্টি। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। এরপরই এনসিবি কর্মকর্তারা প্রচুর পরিমাণ মাদক বাজেয়াপ্ত এবং ১০ জনকে আটক করে। শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও জেরা করা হচ্ছে। শনিবার (২ অক্টোবর) রাতে এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ে গণমাধ্যমকে বলেন, “মাদক পার্টির ব্যাপারে এনসিবি আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তাকে এখনও গ্রেপ্তারও করা হয়নি।”

ওই ক্রুজ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, হাশিশ এবং এমডিএমএ’র মতো মাদক। কোথা থেকে বিশাল পরিমাণ মাদক ওই ব্যক্তিদের কাছে এলো, তা খতিয়ে দেখছেন এনসিবি কর্মকর্তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক কাণ্ড নিয়ে যথেষ্ট তৎপর এনসিবি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2