সব কিছুর জবাব সিনেমার পর্দায় দেবো : পরীমণি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:০৩ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মাদক মামলায় কারাগারের জামিনে মুক্তির পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন অভিনয় শিল্পী পরীমনি।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এফডিসির 'মান্না ডিজিটাল কমপ্লেক্স' মিলনাতয়নে 'প্রীতিলতা' সিনেমার মিট দ্য প্রেসে অংশ নেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়ার পর এবারই প্রথম তিনি এফডিসিতে গেলেন।
ব্রিটিশবিরোধী আন্দোলনে বাংলার প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহুতি দিবসে 'প্রীতিলতা' চলচ্চিত্র টিমের পক্ষ থেকে এই মিট দ্য প্রেসের আয়োজন করা হয়।
পরীমনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, তাদের সেই আত্মবিশ্বাস যেন আমি রাখতে পারি! দুই বছর ধরেই চরিত্রটির জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমাদের এ জার্নির সাথে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্র নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না৷ আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ইতোমধ্যে চলচ্চিত্রটির ৩৫ শতাংশের শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে।
সিনেমায় শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার ছাড়াও অলিভিয়া নামের একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করছেন পরীমিন।
উল্লেখ্য, ‘প্রীতিলতা’র শুটিং শুরুর আগে পরীমনি অভিনয় করবেন ‘মনপুরা’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ নামের একটি ওয়েব ফিল্মে। হাসান আজিজুল হকের গল্পে নির্মিতব্য এই ওয়েব সিরিজে পরীমনিকে দেখা যাবে রাবেয়া চরিত্রে। অক্টোবরের ১০ তারিখ থেকে এই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখানে পরীমনির বিপরীতে দেখা যাবে শরিফুল রাজ ও মোস্তফা মনোয়ারকে।