শাশুড়ি বাটালেন ন্যানসির গায়ে হলুদের ‘মেহেদি’
শাশুড়ি বাটালেন ন্যানসির গায়ে হলুদের ‘মেহেদি’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৫২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। একেবারের পারিবারিকভাবে হয়েছে আকদ। এরপরই গায়েহলুদ সেরে নিলেন তারা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হয়েছে এই দুই তারকার গায়ে হলুদ। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এরই মধ্যে তাদের গায়ে হলুদের ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, বর-কনে দুজনই সেজেছেন হলুদ সাজে। ন্যানসি পরেছেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরা।
গায়ে হলুদ সম্পর্কে ন্যানসি বলেন, ‘ঘরোয়াভাবেই পরিবারের সদস্যদের নিয়ে হয়েছে আমাদের গায়ে হলুদ। বাসার ছাদে অনেক গাছপালার মধ্যে ডেকোরেশন করা হয়েছিলো। এছাড়া আমার হলুদ এবং পিঠা-পানি যা ছিলো সেগুলোর কিছুই বাইরে থেকে আনা হয়নি।’ ন্যানসি জানান, ‘আমার শাশুড়ির যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া বড় ছেলের বিয়ে বলে কথা। এজন্য নিজের আনন্দের জায়গা থেকেই মেহেদি বাটাসহ বেশকিছু কাজ তিনি নিজ হাতেই করেছেন।’