avertisements 2

বিয়ের ছবি প্রকাশ করলেন ন্যানসি

বিয়ের ছবি প্রকাশ করলেন ন্যানসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৫৫ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বড় ভাই জনির পরামর্শে পারিবারিকভাবেই হয়েছে তার বিয়ে। বিয়ের ছবি প্রকাশ করেছেন ন্যান্সি।

ছবিতে, ন্যান্সির সঙ্গে তার স্বামী মহসিন মেহেদী, বড়ভাই জনি, রোদেলা এবং পারিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা গেছে। শেয়ার করা ছবিতে, লাল শাড়িতে বউয়ের সাজে দেখা গেছে ন্যান্সিকে।
 
শেয়ার করা ছবির সূত্র ধরে যোগাযোগ করা হয় ন্যান্সির সঙ্গে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সময় নিউজকে তিনি বলেন, ‘একদম ঘরোয়া আয়োজনে কাবিন হয়েছে আমাদের। আগস্ট মাসের শেষে কাবিন করেছি। শোকের মাস হওয়ায় আর আমার নতুন বাসায় ওঠার চাপ থাকার কারণে ঝাঁকজমক কোনো আয়োজন করিনি।’

 ন্যান্সি আরও বলেন, ‘আমি আগে যেটা বলেছিলাম, গায়ে হলুদ, মেহেদী, অনুষ্ঠান সবই হবে। তবে সেটা সময় সুযোগ বুঝে। এখনই নির্ধারিত দিন-তারিখ বলতে পারছি না।’

 এর আগে হবু স্বামীর ছবি প্রকাশ্যে এনেছিলেন ন্যান্সি। মহসিন মেহেদীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। আংটি বদলের সময় ছবিটি তোলা হয়েছিল। 

 ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেছিলেন, আমি হাজার কথার মালা গেঁথে, চেয়ে আছি শুধু তোমারই পথে। জানি আমার কাছেই তুমি, এখনই আসছো..। তুমি তো এখন আমারই কথা ভাবছ। শেয়ার করা ছবিটি গায়িকা ট্যাগও করেছেন হবু স্বামীকে।

 খোঁজ নিয়ে জানা গেছে, গানের মাধ্যমেই পরিচয় ন্যান্সি-মেহেদীর। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিয়ের সিদ্ধান্ত। মহসিন মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। ন্যান্সির স্বামী মহসিন মেহেদী দেশীয় একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও)।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2