নায়িকা মিউজিক ভিডিও করতে যেয়ে প্রেমে পড়লেন গায়কের, বিয়ে চূড়ান্ত
নায়িকা মিউজিক ভিডিও করতে যেয়ে প্রেমে পড়লেন গায়কের, বিয়ে চূড়ান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৪১ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আঁচল আঁখি আবারও আলোচনায়। ফিল্মপাড়ার অলিতে গলিতে এই নায়িকাকে নিয়ে এখন আলোচনা। আর আলোচনার বিষয়বস্তু নায়িকা দেশীয় এক গায়কের প্রেমে মজেছেন। খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল। তাঁর হবু স্বামী সৈয়দ অমি।
জানা গেছে, সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পরিকল্পনা করছেন তিনি। আঁচল বলেন, ‘করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর ভালোবাসা দিবসে বিয়ের কথা ভাবছি। যেহেতু প্রেমের বিয়ে সেহেতু এরকম একটা তারিখেই বিয়ের ইচ্ছা রয়েছে। দেখা যাক।’
গুঞ্জন ছড়িয়েছে, গত রমজানে বিয়ে করেছেন আঁচল। বিয়ের পর স্বামীকে নিয়ে থাকছেন বনশ্রী এলাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে আচঁল বলেন, ‘না না। রোজার মধ্যে বিয়ে করব কেন? রোজার ঈদের পরে অমির মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের যেহেতু ফ্যামিলিতে উঠাবসা হয় তাই আমি আম্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈদের দিন সন্ধ্যায়ও আমি হাসপাতালে গিয়েছিলাম। আম্মুর সঙ্গে আমার আর অমির ছবিও আপলোড করেছিলাম।
একটি গানের মিউজিক ভিডিও করতে গিয়ে গায়কের প্রেমে পড়েন এই নায়িকা। এরপর প্রণয় পর্ব শেষে এখন পরিণয়ের অপেক্ষা। আঁচল বলেন,আমাদের প্রেম নয় মাসের। গত বছর একসঙ্গে একটা মিউজিক্যাল ফিল্ম করেছিলাম। তখন থেকে আমাদের ভালো সম্পর্ক। এর পর প্রেম। এখন দুই পরিবারের সম্মতিতে বিয়ে হতে যাচ্ছে।
একটি সূত্র বলছে, বিয়ের পর স্বামীকে নিয়ে হজে যাচ্ছেন এবং সিনেমা ছাড়ছেন আঁচল। তবে এ তথ্যকে ভিত্তিহীন বলছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।
আঁচল বলেন, আমি সিনেমা ছাড়ছি না। সিনেমা ছাড়ার প্রশ্নই আসে না। আর হজে যাচ্ছি আমার পরিবারকে নিয়ে। এ পরিকল্পনা আগেই ছিল। স্বামীকে নিয়ে যাচ্ছি কি না, সেটা সময়ই বলে দেবে।
২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন হাসনাহেনা আঁখি আঁচল। এর পর নায়িকা হয়েছেন শাকিব খান, আরিফিন শুভসহ একাধিক জনপ্রিয় নায়কের। তবে বেশ কয়েক বছর সিনেপাড়ায় অনিয়মিত এই চিত্রনায়িকা। হবু স্বামী সৈয়দ অমির সঙ্গে আঁচল ‘ও জান রে’ গানে কাজ করেছেন। প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান।