আমি লক্ষ্মী একটা বউ পেয়েছি, আর কি লাগে: নিলয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০২:০৭ এএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে পরিচিতজন থেকে শুরু করে নেটাগরিকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এদিকে জন্মদিনের শুরুতেই এই অভিনেতাকে সারপ্রাইজ দিয়েছেন স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে নিলয় জানান, 'আমি লক্ষ্মী একটা বউ পেয়েছি, এটাই জন্মদিনের সেরা উপহার। আর কি লাগে!’
তিনি আরও জানান, ‘হানিমুন থেকে এক দিন হলো ফিরেছি। হানিমুনে যাওয়ার পর থেকেই আমার বউ জন্মদিন নিয়ে অনেক পরিকল্পনা করছিল। সে আমার কাছের বন্ধু–সহকর্মীদের ফোন দিচ্ছিল বুঝতে পারছিলাম। কিন্তু আমাকে বুঝতে দিচ্ছিল না। ভাবছিলাম সারপ্রাইজ হওয়ার মতো কিছু হবে না। পরে সত্যিই সারপ্রাইজড তার উপহার এবং চমকে দেওয়া আয়োজনে। রাতে দেখি কেক, পোশাকসহ অনেক কিছু।’
প্রসঙ্গত, গত বছরের লকডাউনে তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। গেলো ৭ জুলাই ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিলয়ের উত্তরার বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক মাস পর নববধূর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছেন নিলয়। এরইমধ্যে একান্তে নিজেদের সময় কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন নবদম্পতি। সেখানে সাগর-জোৎস্নায় মেতেছেন তারা।