‘নাইস গাড়ি’তে চড়ে কাশিমপুরে পরীমনি, থাকবেন সাধারণ হাজতির মতো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জামিন নামঞ্জুর করে কারা'গারে পাঠানোর আ'দালতের আদেশের পর চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কারা'গারে নেয়া হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে
তাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারা'গারে নেয়ার জন্য রওনা হয় পুলিশ। তবে প্রিজন ভ্যানে উঠার আগে পরীমনি গাড়িটিকে ‘নাইস গাড়ি’ বলে সম্বোধন
করেন। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারা'গারের জে'লার মাহবুবুল ইসলাম জানান, সাড়ে ৫টার কিছু পর চিত্রনায়িকা পরীমনিকে কাশিমপুর কারা'গারে নিয়ে আসা হয়। জেলকোড অনুযায়ী কারা'গারে থাকতে হবে মা'দকসহ গ্রে'ফতারকৃত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃ'তি ওরফে স্মৃ'তিমনি ওরফে পরীমনিকে। তিনি যদি কোনো ডিভিশন না পান তাহলে সাধারণ হাজতির মতো কারা'গারে থাকতে হবে। তিনি বলেন, মূলত নারী হাজতিদের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারা'গারে রাখা হয়। সেখানেই পরীমনিকে রাখা হবে। তবে আ'দালতের বিশেষ কোনো আদেশ না থাকলে জেলকোড মেনেই তাকে এখানে থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন নামঞ্জুরের আদেশ
দেওয়ার পর পরীমনির আইনজীবী মজিবুর রহমান ডিভিশন বি'ষয়ে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারা'বিধি অনুযায়ী ডিভিশন বি'ষয়ে কারা' ক'র্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আ'দালত কারা'বিধি অনুযায়ী কারা' ক'র্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। যদি পরীমনি কারা'বিধি অনুযায়ী ডিভিশন পান তাহলে ক'র্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর যদি না পান তাহলে অন্য ব্যবস্থা নেবে। এর আগে, দুই দফায় ছয় দিনের রি'মান্ড শেষে দুপুর পৌনে ১২টার দিকে শামসুন্নাহার স্মৃ'তি ওরফে স্মৃ'তিমনি ওরফে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আ'দালতে হাজির করে পুলিশ। এরপর মা'মলার ত'দন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারা'গারে আট'ক রাখার আবেদন করেন ত'দন্ত কর্মক'র্তা সিআইডির পরিদর্শক গো'লাম মোস্তফা। অ’পরদিকে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারা'গারে পাঠানোর আদেশ দেন। গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অ'ভিযান চালায় র্যাব'ের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অ'ভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আট'ক করে র্যাব' সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মা'দক জব্দ করার কথা জানায় র্যাব'। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরু'দ্ধে মা'দকদ্রব্য আইনে মা'মলা করে র্যাব'।