avertisements 2

দুই কন্যাকে নিয়ে কানাডায় ভাল আছেন তিন্নি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:২৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী তিন্নি এখন দুই কন্যা সন্তানকে নিয়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবল জনপ্রিয়তা থাকার সময়েই তিনি মাদকাসক্তিসহ বিশৃঙ্খলায় জড়িয়ে মিডিয়া থেকে দূরে সরে যান। একসময় মাদকাসক্তি থেকে নিরাময়ের জন্য দীর্ঘদিন চিকিৎসাও নিয়েছেন।

তবে সেসব পেছনে ফেলে তিনি বিয়ে করে কানাডা প্রবাসী হন। সেখানে এখন তিনি ভালো আছেন। সম্প্রতি পরীকান্ড নিয়ে তার সেই সময়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। এতে তিন্নি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক পোস্টে লেখেন, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো, এখন আমি সুন্দর দুটি কন্যা সন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল। আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা।

তিনি লিখেন, আমি আগের মতোই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি, যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠিা। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়ানো আমার কাজ। আমি কষ্ট পেয়েছি, তাই কষ্টের মূল্য বুঝি। নিজের জীবনে ঘটে যাওয়া আগের কোনো বিষয় সামনে না নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আর অভিনয় করছি না। কাজেই এসব নিয়ে কথা না বলাই ভালো। শুনেছি, মানুষের হায় (অভিশাপ) লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়।

আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি। আমরা কি পারি না ভালোভাবে-ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? তিন্নি বলেন, জীবনে ভন্ডামি করি নাই, করলে হয়তো অনেক ভালো জীবন হতে পারতো। সন্তানদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি।

উল্লেখ্য, আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতা ২০০২-এ অংশ নিয়ে মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিন্নি। এর দুই বছর পর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক ৬৯ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। তারপর অভিনয় করেছেন অসংখ্য নাটকে। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ডুবসাঁতার, মেড ইন বাংলাদেশ, সে আমার মন কেড়েছে।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2