পরীমণির পাশে দাঁড়াননি তার ‘মাদার ফিগার’ চয়নিকা চৌধুরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:২৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরীকে। বিভিন্ন সময় তাদের দু'জনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নারী নির্মাতা। কিন্তু গতকাল বুধবার পরীমণির বাসায় র্যাবের অভিযান ও তাকে আটকের সময় দেখা যায়নি চয়নিকা চৌধুরীকে।
উত্তরা বোটক্লাব কাণ্ডে গত মাসে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন তার ‘মাদার ফিগার’ খ্যাত চয়নিকা চৌধুরী। কিন্তু গতকাল নিজের সবচেয়ে সংকটময় মুহূর্তে তাকে পাশে পাননি এই চিত্রনায়িকা। প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর পরীমণিকে আটক করে নিয়ে যায় র্যাব। ফেসবুক লাইভে এসে সাহায্যের আবেদন করলেও কেউ সাড়া দেয়নি।
পরে সংবাদমাধ্যমকে চয়নিকা চৌধুরী বলেন, টেলিভিশনে তিনি লাইভের ঘটনাটি দেখেছেন। তবে পরীমণির বাসায় যাননি। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার এবং তারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। নায়িকা পরীমণির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বসুন্দরী। এটির পরিচালক এই নির্মাতা। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটিই পরীমণির সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র।