শাওন বললেন, ‘পজিটিভ’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শুক্রবার সকালে ফেসবুকে একটি মাত্র শব্দ লেখেন মেহের আফরোজ শাওন। তার সেই একটি শব্দেই শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা।
এটাও সত্য যে, সেখানে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি।
তাহলে বিষয়টি এবার পরিষ্কার করা যাক। ফেসবুকে ‘পজিটিভ’ লেখেন শাওন। তাই করোনার এ সময়ে মোটামুটি সবাই ধরে নিয়েছেন শাওন ভাইরাসটিতে আক্রান্ত এবং সেটাই স্বাভাবিক।
বিষয়টি পরিষ্কার করে শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি করোনা পজিটিভ। উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠান্ডা রয়েছে। বাসায় আছি। দোয়া করবেন।