avertisements 2

করোনায় কর্মহীন দিনমজুর এখন জনপ্রিয় ইউটিউবার, আয় লক্ষাধিক!

করোনায় কর্মহীন দিনমজুর এখন জনপ্রিয় ইউটিউবার, আয় লক্ষাধিক!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই, বুধবার,২০২১ | আপডেট: ০৫:১৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পরেছেন। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর লোকেরা। এমন অবস্থায় অনেকেই বিকল্প কাজ ধরেছেন। কেউবা ফলমূল-শাকসবজি বিক্রি করছেন আবার কেউ ছোটখাটো ব্যবসা কিংবা নিজের মেধা কাজে লাগিয়ে সৃজনশীল কোনো কাজে সময় দিচ্ছেন।

ভারতের উড়িষ্যার এক দিনমজুর করোনার শুরুতে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন। তখন এক বন্ধুর পরামর্শে স্মার্টফোন কেনেন এবং ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে থাকেন। বর্তমানে তার আয় লাখ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেশায় দিনমজুর আইজ্যাক মুণ্ডা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিনি স্ত্রী এবং ছেলে-মেয়ে নিয়ে উড়িষ্যার সম্বলপুর জেলার বাবুপালিতে বসবাস করেন। করোনার আগে দিনমজুরি করে কোনোরকমে দিন অতিবাহিত করতেন। করোনা আসার পর সবাই যখন কর্মহীন হয়ে পরছেন তখন তিনি ইউটিউবার বনে গিয়ে উপার্জন করছেন লক্ষাধিক টাকা।
জনপ্রিয় এই ইউটিউবার এখন বাড়িতে বসেই লাখপতি। ইউটিউব চ্যানেল খোলার পর মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই আয়ের পরিমাণ পাঁচ লাখ! এর মধ্যে প্রথম ভিডিওটি থেকেই আয় হয়েছে ৩৭ হাজার টাকা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2