জানুয়ারিতে বিয়ে, জুলাইতে বাবা হলেন হাবিব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

উঠতি মডেল আফসানা চৌধুরী শিফার সঙ্গে চলতি বছরের জানুয়ারিতে ঘর বাঁধেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বিয়ের সাত মাসের মাথায় তাদের ঘরে জন্ম নিলো ফুটফুটে পুত্র সন্তান। বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা সন্তান জন্ম দেন। মা ও নবজাতক দু’জনই ভালো আছেন। হাবিব তার ছেলের নাম রেখেছেন আয়াত। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে হাবিব ওয়াহিদের পরিবার।
শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই গায়ক। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের সংসারের রয়েছে একমাত্র পুত্র সন্তান আলীম ওয়াহিদ। এবার দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হলেন হাবিব ওয়াহিদ।