avertisements 2

দিলীপ কুমারের বাসায় শাহরুখ,সান্ত্বনা দিলেন সায়রা বানুকে

দিলীপ কুমারের বাসায় শাহরুখ,সান্ত্বনা দিলেন সায়রা বানুকে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুলাই, বুধবার,২০২১ | আপডেট: ০১:২৯ পিএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১

Text

বলিউডের বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ খানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন কিংবদন্তির অভিনেতা দিলীপ কুমার ও সায়রা বানু। একাধিকবার সাক্ষাৎকারে সায়রা বানুর মুখে শোনা গেছে, 'আমার আর দিলীপ সাবের সন্তান থাকলে সে শাহরুখের মতোই হতো।'

কিং খানের চুল নাকি এক্কেবারে দিলীপ কুমার সাবের মতো, এমনটাই মনে করতেন সায়রা বানু। সন্তানসম শাহরুখকে প্রথম দেখে চুলে বিলি কেটে দিয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ ছিলেন তাদের 'মু বোলা বেটা'।

শাহরুখও দিলীপ কুমার সাবকে কিছু কম ভালোবাসতেন না। দিলীপ কুমারকে নিজের অন্যতম আদর্শ মানেন কিং খান। দিলীপ কুমারের অসুস্থতার খবর পেয়ে বার বার তার বাড়িতে দেখা করতে ছুটে গিয়েছেন শাহরুখ। বুধবারও নিজেকে ধরে রাখতে পারলেন না। মৃত্যুর খবর শোনা মাত্রই দিলীপ সাবের বাড়িতে ছুটে গেলেন শাহরুখ । সেখানে শোকস্তব্ধ সায়রা বানুর পাশে বসে তাকে সান্ত্বনা দিতে দেখা গেল কিং খানকে। ইতিমধ্যেই ওই ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু। আর তার হাত ধরে বসে রয়েছেন শাহরুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2