এডিট করা ছবিতে ঢাবির শিক্ষার্থী, বাস্তবে কাজের মেয়ে!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেসবুকে নাম দেয়া ‘ড্যাডিস প্রিন্সেস শাপলা’! প্রোফাইল ছবিতে চেহারা বোঝার উপায় নেই, কারণ ইউক্যাম পারফেক্ট দিয়ে ছবিটি এডিট করা। অ্যাডুকেশন তথ্যে দেওয়া- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী! বাস্তবে তিনি একজন গৃহপরিচারিকা।
ফেসবুকে অ্যাকাউন্ট খুলে গৃহকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তিনি। এমনই এক অদ্ভুত গৃহপরিচারিকার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেন শিহাব শাহীন। জান্নাতুল ফেরদৌস লাবণ্যর রচনায় এর মূল চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই বিশেষ নাটকটির নাম ‘রঙিলা ফানুস’।
নাটকটির গল্প প্রসঙ্গে সাবিলা জানান, তার চরিত্রের শুরু এটা। শেষটা আরও বিস্ময়কর। যেখানে দেখা যাবে, তিনি ফেসবুকের মাধ্যমে প্রেমে জড়ান ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া এক যুবকের সঙ্গে! শুরু হয় নাটকের মূল জটিলতা। আর এই মেডিকেল কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।