নুসরাতকে নিয়ে পরিবারের সঙ্গে যশের বিরোধ শুরু!
নুসরাতকে নিয়ে পরিবারের সঙ্গে যশের বিরোধ শুরু!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৩১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
পরিবারকে নিয়ে টালিউড অভিনেতা যশ দাশগুপ্তের দুটি স্ট্যাটাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই স্ট্যাটাসে তিনি পরিবারের প্রতি অভিমান করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
ধারণা করা হচ্ছে, অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে আপত্তি তোলায় পরিবারের বিবাদে জড়িয়েছেন অভিনেতা। আর এ কারণেই তিনি সামাজিক মাধ্যমে নিজের পরিবার নিয়ে কথা বলছেন। খবর হিন্দুস্তান টাইমস।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের প্রেম কাহিনি এখন টালিপাড়ার ওপেন সিক্রেট।
তবে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এই কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি নুসরাত বা যশ।
এই সম্পর্কের আলোচনা যখন থামছে না, তখন বুধবার ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন, ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারের যারা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তারা কিন্তু ততটা সৎ নন।’
এর কয়েক ঘণ্টা আগেও একটি লেখা পোস্ট করেন যশ। যেখানে লেখা রয়েছে, ‘পরিবার বলতে আমরা বুঝি, সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু কখনও কখনও সেই জায়গাটাই গভীর ভাবে আঘাত দেয় মনে।’
পরিবারের সঙ্গে যশের এই বিবাদের জল্পনা উস্কে দিয়েছে নেটিজেনদের মনে। যশের এই স্টোরি দেখে অনেকের মনেই প্রশ্ন, পরিবারের কোনো মানুষের কাছ থেকে পাওয়া আঘাতের জেরে মনকষ্টে ভুগছেন যশ। তবে কি নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ককে ঘিরে পরিবারের সঙ্গে মনোমালিন্যে জড়িয়েছেন যশ!