avertisements 2

বাড়ি-গাড়ি নিয়ে সমালোচনার জবাবে যা বললেন পরীমণি

বাড়ি-গাড়ি নিয়ে সমালোচনার জবাবে যা বললেন পরীমণি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৫৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (৩০ জুন) বিকেলে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তার ১০ কোটি টাকার ফ্ল্যাট বা তিন কোটি টাকার গাড়ি কিছুই নেই, তিনি একটি হ্যারিয়ার গাড়ির মালিক ও ভাড়া ফ্ল্যাটে থাকেন। তাকে নিয়ে চলমান সমালোচনা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

পরীমণির ফেসবুক স্ট্যাটাসটি ইনকিলাব পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।
যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।

আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে। এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ। -আপনাদের পরীমণি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার অভিনেত্রী অরুণা বিশ্বাস একটি এফএম রেডিওর সাক্ষাৎকারে পরীমণিকে উদ্দেশ করে বলেন, একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে, চার কোটি টাকার বাড়ি কিনতে পারে। দেশে কি দুদক নাই? দুদকের মনে প্রশ্ন জাগে না? এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? কীভাবে আসতেছে? একজন শিল্পী কোথা থেকে এত টাকা পায়?

উল্লেখ্য, গত ১৩ জুন পরীমণি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে জানান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমির নাম। তাদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। সে অনুযায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ আরো চার জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার হয়ে এরইমধ্যে জামিনও পান তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোপের মুখে পড়েন পরীমণি।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমণি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ঢালিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা রয়েছে তার ঝুলিতে। গেল বছরের ডিসেম্বরে পরী মনি বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছিলেন। ইতোমধ্যে দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2