অসুখ লুকিয়ে কাজ করছেন অভিনেতারা, দাবি ঘোরতর অসুস্থ জিতু কমলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১১ এএম, ২৫ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
অসুস্থ জিতু কমলও। শুক্রবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, ‘‘দিন দুই ধরে জ্বর, সর্দি-কাশি। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে বাড়িতে নিভৃতবাসে। করোনা পরীক্ষাও করিয়েছি। এখনও ফলাফল জানতে পারিনি।’’ চৈতি ঘোষাল, অনামিকা সাহার পর আকাশ ৮ চ্যানেলের ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকের মুখ্য অভিনেতাও অসুস্থ। জিতু কমল এই ধারাবাহিকে আদির ভূমিকায় অভিনয় করছেন। পেশায় আইনজীবী আদি লাহিড়ী পরিবারের ছেলে। চলতি সপ্তাহেই তার বাগদান আইনজীবী জাহ্নবী বন্দ্যোপাধ্যায় ওরফে জয়ীর সঙ্গে। সেই অনুষ্ঠান কি বন্ধ?
জিতুর কথায়, সেই অনুষ্ঠানের শ্যুটিং আগেই হয়ে গিয়েছে। তার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্টুডিয়ো পাড়ার সঙ্গে অনেক মানুষের জীবন জড়িয়ে। তাই ঝুঁকি না নিয়ে অসুস্থ হতেই বাড়িতে নিজেকে বন্দি করে ফেলেছেন। একই সঙ্গে নিভৃতবাসে তাঁর অভিনেত্রী স্ত্রী নবনীতা দাসও। স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’র ভূমিকায় প্রতিদিন দেখা যায় তাঁকে। জিতুর যুক্তি, ‘‘যেহেতু আমরা এক সঙ্গে থাকি তাই ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত নবনীতাও কাজে যাচ্ছে না।’’
কোভিড পরীক্ষার ছোট্ট ভিডিয়ো শুক্রবার নেট মাধ্যমে শেয়ার করেছেন জিতু। ক্যাপশনে শঙ্কা, ‘জানি না কাল কী অপেক্ষা করছে...। ভয় অন্য জায়গায়। আমার থেকে কেউ যেন সংক্রমিত না হন।’ সমস্ত সতর্কতা মানার পরেও টেলিপাড়ায় কী করে বাড়ছে করোনা সংক্রমণ? চৈতি বা কৌশিক সেনের মতোই জিতুও দায়ী করেছেন ব্যক্তিগত অবহেলাকে। তাঁর দাবি, ‘‘প্রযোজনা সংস্থা, স্টুডিয়ো পাড়া সতর্কতায় কোনও ফাঁক রাখছে না। কিন্তু অভিনেতারাই মাঝে নিয়ম মানছিলেন না। তারই ফলাফল এটা।’’ উদাহরণ দিয়ে তিনি বলেন, চৈতি ঘোষাল সারাক্ষণ সবাইকে মাস্ক পরে থাকার অনুরোধ করতেন। কথা শোনেননি অনেকেই। ফলে, একের পর এক অভিনেতা অসুস্থ হয়ে পড়ছেন।