avertisements 2

'ব্যাচেলর পয়েন্ট' দেখা বাঙালির রুচি নিয়ে প্রশ্ন তুললেন তরুণ নির্মাতা শাহাদাত রাসেল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৯ এএম, ২৩ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:২৩ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সদ্য সমাপ্ত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের সিজন থ্রির শেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এর রেশ এখনো রয়েছে গেছে। এখনো লাখ লাখ মানুষ এই ধারাবাহিকটির নতুন সিজন দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দিনভর সোশ্যাল প্ল্যাটফরমে এই নিয়ে তাঁদের আহবান চলছেই। এরইমধ্যে একজন তরুণ নির্মাতা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের দর্শকদের রুচি নিয়ে নয় প্রশ্ন তুললেন।

শাহাদাত রাসেল নামের ওই নির্মাতা বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের জন্মদিন প্রসঙ্গে লিখতে গিয়ে বলেন, ব্যাচেলর পয়েন্টের একটা পর্বের কিছু অংশ আমি দেখেছিলাম। ব্যক্তি হিসেবে আমার ভীষণ পছন্দের ছোটভাই পলাশ এখানে কাবিলা চরিত্রে অভিনয় করেছে বলে।

রাসেল বলেন, আমার মনে হয়েছে যে ‘ভাদাইম্মার সাত বউ’ এবং ‘হিরো আলমের ভিডিওর চাইতে ব্যাচেলর পয়েন্ট টেকনিক্যালি আধুনিক ও রিচ। ব্যাস এটাই একমাত্র তফাৎ পেয়েছি। স্ক্রিপ্ট ও ফিলোসফিটা একই। আমার কাছে ব্যাচেলর পয়েন্ট হচ্ছে বাঙালির রুচির যে দুর্ভিক্ষ চলছে তার ব্যারোমিটার।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2