বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৮ এএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০১:১৪ এএম, ৭ এপ্রিল,সোমবার,২০২৫

অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবারই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। সেখান থেকে আর ফেরা হয়নি ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন। কবরীর ছেলে শাকের চিশতী খবরটি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর। এ অভিনেত্রীর মৃত্যুতে শোক নেমেছে চলচ্চিত্রাঙ্গনে। কোভিড পরীক্ষার পর গত ৫ এপ্রিল দুপুরে জানা যায় কবরী করোনা আক্রান্ত। এরপর সেদিন রাতেই কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিয়ে আসা হয় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এ নায়িকা।