চিত্রনায়িকা পপির বিরুদ্ধে মা-বোনের গুরুতর অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০৪:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম মেরি। জমি সংক্রান্ত ব্যাপারে তাদের মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে এ অভিনেত্রীর বিরুদ্ধে।
এ ব্যাপারে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
থানায় জিডির পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পপির বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম মেরি। এ সময় বোন ফিরোজা পারভীন বলেন, এক বছর আগে আমার বাবা মারা গেছে। তিনি তো ছেলে-মেয়ের নামে ৬ কাঠা জমি রেখে গেছেন। সেই জমি নিজের নামে লিখে নিতে চায় পপি। আমরা মা-ভাইবোন এখনো বেঁচে আছি। আমরা তার নামে কেন জমি দেব? বাবা বেঁচে থাকতে তিনি তো কোনো কথা বলেনি। বাবার মৃত্যুর পর কেন কথা বলছেন তিনি। পপির একটাই দাবি, এই জমি লিখে দিতে হবে তার নামে।
পপি মারধর করেছেন বলেও জানান বোন ফিরোজা পারভীন। তিনি বলেন, জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না পপি। তার দাবি একটাই, তার নামে জমি লিখে দিতে হবে। কথা বলতে গেলে মারধর করেছে আমাকে ও হুমকি দিয়েছে। আমাকে মারধরের ভিডিও জিডির সঙ্গে জমা দিয়েছি থানায়।
পপির মা মরিয়ম বেগম বলেন, পপির অনেক টাকা-পয়সা আছে। এরপরও আমাদের এই জমিটা তার কী জন্য এত দরকার। সেটাই বুঝতে পারছি না আমরা। তবে এতটুকু বুঝতে পারছি পপি তার স্বামীর কথা মতো চলছে। দু’জন মিলে আমাদের জমির সঙ্গে লেগেছে। আমার পাঁচটা সন্তান, আমি একসঙ্গে থাকে। ওর বাবা বেঁচে থাকতে কিছু করেনি তারা। সে (পপি) যেটা চাচ্ছে তাতে তো আমার আর পাঁচটা সন্তানেরও হক আছে। কিন্তু ওই হক দেবে না সে। জমিটা নিয়ে নেবে সে।
এদিকে জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক ৬ কাঠা জমি দখল করার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ গত ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পপি শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে বোন ফিরোজা বেগমকে হুমকি দেন পপি ও তার স্বামী।
এসব ব্যাপারে জানার জন্য পপির সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি তার।