প্রিয়াঙ্কার গলার এই নেকলেসের দাম শুনলে চোখ কপালে উঠবে!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:১২ পিএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
প
অন্যদের পেছনে ফেলে কী করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে হয় সেই বিদ্যা ভালোই জানা আছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তার সমকালীন অভিনেত্রী লারা দত্ত, দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ কিংবা কারিনা কাপুর বর্তমানে কালেভাদ্রে শিরনামে আসেন। কেউ বছরে একটি ছবি করেন, কেউবা তাও করেন না।
অন্য দিকে প্রিয়াঙ্কার দেখা মিলছে কখনো বিদেশি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবার কখনো মেট গালায়। কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছেন তিনি। আর কিছু না হোক ফ্যাশন আর সাজগোজের জন্য প্রায়ই সংবাদের শিরোনাম হন এই অভিনেত্রী।
কিছুদিন আগেই পরনের গাউন নিয়ে প্রশংসায় ভাসছিলেন প্রিয়াঙ্কা। এবার এই আলোচনা থামালেন নিজেই। কারণ আলোচনার নতুন বিষয় এসে হাজির হয়েছে। এবার একটি অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে দামি হিরের নেকলেস পরে হাজির হয়েছেন এই সুন্দরী। আর তা নিয়েই চর্চা চলছে অনুরাগমহলে।
বিলাসবহুল অলঙ্কারের বিদেশি ব্র্যান্ড বুগেরি তাদের ১৪০তম বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিল প্রিয়ঙ্কাকে। সেখানে তিনি হাজির হয়েছি সাদা-কালো ক্রপ টপে। সঙ্গে পরেছিলেন গেরির সার্পেন্টি নেকলেস। দেখলে মনে হবে যেন আঁকাবাঁকা দেহের একটি হীরার সাপ গলা জড়িয়ে রেখেছে।
প্রিয়াঙ্কার নেকলেসের বৈশিষ্ট্য
প্রিয়াঙ্কার গলায় থাকা নেকলেসটি তৈরি হয়েছে ৬১.৮১ ক্যারেট ওজনের ৬৯৮টি লম্বাটে হিরে দিয়ে। সাপের শরীর থেকে ঝুলছে বড় বড় হিরের লকেট। ছ’টি মাঝারি এবং একটি বড় হিরের লকেটের মোট ওজন ১৪০ ক্যারেট। বুগেরির ওই হারটিকে বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়।
প্রিয়াঙ্কার নেকলেসের দাম কত?
নেকলেসটির দাম ৪০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রার হিসাবে যা ৪৯৬ কোটি ৮ লক্ষ ৮০ হাজার টাকা প্রায়।
চলতি বছরের ২১ মে বুগেরির ওই নেকলেস পরে তাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে হঠাৎই বছরের শেষে এসে সেই নেকলেসটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। বুগেরির অল্টার্না সংগ্রহের অন্তর্গত ওই নেকলেসটি ব্র্যান্ডের সর্বকালের পছন্দের গয়নাগুলোর মধ্যে একটি। বুলগেরির বিশেষ শো রুমে প্রদর্শিত থাকে ঐ বিশেষ গয়নাটি।