avertisements 2

বিয়ের ছয় মাসেই অন্তঃসত্ত্বা সোনাক্ষী সিনহা?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

বিয়ের ছয় মাস যেতেই অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি সোনাক্ষীর সামান্য স্থূল শরীর দেখে গুঞ্জনটি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এ গুঞ্জনে মুখ খুলেছেন সোনাক্ষী ও তার স্বামী জাহির ইকবাল দুজনেই। জাহির মজা করে বলেন, “শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।” 

সোনাক্ষী বলেন, “বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।” 

ফের জ়াহির বলেন, “আমরা আমাদের পোষ্য কুকুরের সঙ্গে একটা ছবি দিয়েছিলাম। সেটা দেখেও কয়েকজন বলতে লাগলেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা।” অভিনেত্রীর কথায়, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি। লোকজন পাগল হয়ে গেছে।”

বহুদিন ধরেই বলিউডের অলিতে-গলিতে কান পাতলে শোনা যাচ্ছিল, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন সোনাক্ষী! যদিও এই জল্পনায় এতদিন সোনাক্ষীর পরিবারের সিলমোহর না দিলেও গত ২৩ জুন বিয়ে করে চমকে দেন তিনি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2